
রাজশাহী ব্যুরোঃ নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে ১৯ কাঠা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা গেছে, দুয়ারিয়া ইউনিয়নের ‘ডাঙ্গাপাড়া গ্রামে মৃত তাছের উদ্দীনের বড় ছেলে সাজেদুর রহমান ও মেজ ছেলে আব্দুর রাজ্জাকের মধ্যে ১৯ কাঠা জমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে মঙ্গলবার(১২ এপ্রিল)বিকেলে এনিয়ে সাজেদুর রহমান ও আব্দুর রাজ্জাকের মধ্যে কথাকাটকাটি শুরু হওয়ার এক পর্যায়ে আব্দুর রাজ্জাক ও তার ছেলে সাজেদুর রহমানকে এলাপাতারি মারধর করলে ঘটনাস্থলেই সাজেদুর রহমান জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা সাজেদুর রহমানকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের ছেলে মতিউর রহমান(৩০)বাদী হয়ে ঐ রাতেই চাচা আব্দুর রাজ্জাক (৬০)এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরে লালপুর থানার পুলিশ অভিযুক্ত আব্দুর রাজ্জাক কে আটক করে বুধবার(১৩ই এপ্রিল)নাটোর জেল হাজতে পাঠিয়েছে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের আপন ভাই অভিযুক্ত আব্দুর রাজ্জাক কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য মামলার আরোও দুইজন আসামি সহ মোট ৩ জনকে একসাথে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।