সেতু আছে সংযোগ সড়ক নেই, উঠতে হবে সিড়ি বেয়ে।। ফেসবুকে ছবি ভাইরাল

বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়নে আটান্ন লাখ টাকা ব্যায়ে নির্মিত একটি সেতুতে দেখা গেছে সংযোগ সড়ক নেই। বিকল্প হিসেবে সিড়ি দিয়ে দেয়া হয়েছে। এতে ঐ সেতু দিয়ে কোন মোটর সাইকেল বা যান বাহন চলাচল করতে পারছেনা। এমনকি রোগীন নিয়েও পাড় হতে ভোগান্তিতে পরেছে স্খানীয়রা। ভুক্তভুগীরা জানায়, দীর্ঘদিন পরে সেতু নির্মান হলেও তার উপকার আমরা পাচ্ছিনা, ভোগান্তি রয়েই গেছে। ঠিকাধারের গাফলতি আর ডিজাইনারের বোকামীর কারনেই এমনটা হয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঠিকাধারকে কটুক্তি করে অনেকেই পোষ্ট দিয়েছে। ভুক্তভুগীদের দাবী কেনো ঠিকাধার এমন ভাবে সেতু তৈরী করলো ? তাকে আইনের আওতায় এনে জবাবদাহী সহ সমস্যা সমাধান করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ