
আপনি যেই হন না কেন
যত বড় ক্ষমতাশালী হন না কেন যত বড় কর্মকর্তা বা কর্মচারী হন না কেন
সাংবাদিকদের গায়ে হাত তোলা বা লান্চিত করা থেকে বিরত থাকবেন।
সাংবাদিক জাতীর আয়না
কে কি করে,
কোথায় যায়,
কি তার আয়ের উৎস, কোথায় ক্ষমতার অপব্যবহার, কোথায় বাড়ী,
কোথায় ঘর,
কত টাকা বেতন
মাসিক কত খরচ
পূর্ব পুরুষের খবর,
চাকরীর নেপথ্য,
পরকিয়া,
মাদক সহ পূর্বের ও বর্তমান আমলনামা সকল তথ্য সাংবাদিকদের নিকট থাকে।
আপনার ইজ্জত ও সম্মানের দিকেও সাংবাদিকদের যথেস্ট খেয়াল।
মনে রাখবেন সাংবাদিকদের উপর চড়াও হয়ে আপনার লাভের চেয়ে লোকসানের হার বেশী।
সাংবাদিক বহু কস্ট করে জীবিকা নির্বাহ করে, তারপরে ও কাউকে হেয় করার চেস্টা করে না।
আপনি যদি সাংবাদিক সায়েস্তা করার অপচেষ্টায় কোন ফন্দি ফিকির করেন তাহলে সেটা আপনার আত্বঘাতী সিদ্ধান্ত।
আপনি কোন চেয়ারেই স্হায়ী নন। কেহ আপনার অন্যায় হুকুম যুগ যুগ তামিল করবে না। একদিন থলের বিড়াল বেড়িয়ে আসবেই।
সাংবাদিক রাস্ট্র ও জনতার বন্ধু। রাস্ট্র, সরকার, জনগন ভাল থাকুক এটাই সাংবাদিক সমাজের কামনা।