২২০০ জন প্রান্তিক চাষীকে সার ও পাট বীজ বিতরণ

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
নাটোরের লালপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্তর্গত পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের তালিকাভুক্ত ২২০০ জন চাষীকে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ই এপ্রিল)দুপুরে লালপুর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ ছাড়াও লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ