
মো: সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করতে গেলে উল্টো পুলিশের উপর হামলা করেন আসামী পক্ষ। গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে বাঁশগাড়ি ইউনিয়ন এর মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাঁসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার দাস নামে একজন আহত হন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, কালকিনি উপজেলার বাঁশগাড়ি আলামিন হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মহিউদ্দিন লাট্টু বেপারী(৪৫) কে গোপন সংবাদের ভিক্তিতে গ্রেফতারের জন্যনখাঁসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়ি অভিযানে চালায়। এসময় আসামি ও তার সাথে থাকা লোকজন দেশী অস্ত্রসস্ত্রসহ পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় খাঁসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার দাস আহত হন।পরে স্থানীয় এলাকাবাসির সহযোগিতায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জরিত ৪ জনকে আটক করেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক মামলা সহ আলামিন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পালাতক আসামি মহিউদ্দিন লাট্টু বেপারী (৪৫)কে বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যের চর এলাকার তার নিজ বাড়ি থেকে আটক করতে গেলে আসামি ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় এসআই পলাশ তার বা হাতে আঘাতপ্রাপ্ত হন। এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা বলেন, আসামি একাধিক মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ খবর পেয়ে আসামিকে গ্রেফতার করতে গেলে তারা পুলিশের উপর হামলা করে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।