বাকেরগঞ্জে রহমগঞ্জে মোমিন হাওলাদারের বাড়িতে ডাকাতি।

রূপসী ডেক্স।। বরিশালের বাকেরগঞ্জে বঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জে “দারুণ নেকতন” গত রাতে আনুমানিক ১টার পরে জানালার গ্রিল কেটে ভবনের ভিতরে প্রবে করে।
ঐ বাড়ির মালিক বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার জানান, ঘরে তার অসুস্থ বৃদ্ধ মা বাবা থাকেন। ডাকাতরা ঘরে প্রবেশ করে, তাদের হাত পাতা বেধে রেখে প্রায় ২ ঘন্টা তান্ডব চালিয়ে তার মায়ের স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে চলে যায়।
পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা তাদের বন্ধন মুক্ত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কোনো অভিযোগ গ্রহন করেনি।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ