
বাকেরগঞ্জ প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জে কুমড়া গাছের উপর শত্রুর চোখ পড়েছে। তাই তো এক চাষীর অর্ধশত কুমড়া গাছ কেটে সাফ করে দিয়েছে দুর্বিত্তরা। শুক্রবার সকালে উপজেলার ভরপাসা গ্রামের ২ নং কৃষ্ণকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার চাষী আলতাফ হাওলাদার জানান, তিনি স্থানীয় মোফাজ্জেল হোসেন ফরাজির জমি বর্গা চাষ করতেন। সেখানে তিনি ধারদেনা করে কুমড়া চাষ করেন। শতাধিক গাছে কুমড়াও ধরেছে। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সোবাহান হাওলাদার ও তার স্ত্রী ছকিনা বেগম সকালে অর্ধশত কুমড়া গাছ কেটে ফেলে। তিনি এর বিচার চেয়েছেন প্রশাসনের কাছে।
কৃষ্ণকাঠী গ্রামের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আ: আউয়াল হাওলাদার জানান, তিনি এমন ঘটনা শুনেছেন। গাছের সাথে এমন শত্রুতার ক্ষোভ প্রকাশ করে ইউপি সদস্য আউয়াল বলেন, ঘটনার শিকার চাষী আলতাফ আইনী ব্যবস্থা নিলে তিনি সহায়তা করবেন।