
টিসিবির পণ্য কিংবা ওএমএসের চাল আটা নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে করে বিক্রী হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে এই কর্মসূচি চলছে যা প্রশংসনীয় ।
কিন্তু গত মহামারীর জন্য চাকরি হারানো কিংবা ব্যবসায় লস করার জন্য অনেক মধ্যবিত্ত পরিবার আজ নিম্ন আয়ের পরিবার হয়ে গেছে।
তারা না পারে কারো কাছে বলতে না পারে কারো কাছে হাত পাততে। টিসিবির পণ্য কিংবা ওএমএসের চাল আটা তাদেরও প্রয়োজন।
ব্যবসায় লস করা, চাকরি হারানো ,রিটায়ার্ড বয়স্ক মানুষ, গৃহিনী অনেকেই বাধ্য হয়েই ঐ সব ট্রাকের লাইনে দাঁড়ান।
সবারই সামাজিক একটা পরিচয় আছে তা ছোট বড় যেই হোক। তাঁদেরও বন্ধু ,পরিচিতজন আছে। উনাদের চেহারা গুলো টিভি ক্যামেরায় কি zoom করে দেখাতেই হবে? তাদের বিব্রত করা কি আপনার উচিত হবে?
খবর প্রচার করার সময় তাদের চেহারা blur মানে ঝাপসা করে দিলে ব্যাপারটা শোভন হয়। সামাজিক দায়িত্ববোধ প্রকাশ পায়।
আমি আশা করি, আমাদের প্রিয় মিডিয়ার সকল কর্মীরা, বিশেষ করে সাংবাদিক ভাই-বোনেরা এই দিকটা খেয়াল রাখবেন।
ধন্যবাদ সবাইকে
*ট্রাকের সামনে দাঁড়ানো মানুষগুলোর চেহারা ঝাপসা করে দিয়ে আমি পোস্ট করলাম।
#pipramamun