লুঙ্গি খুলে দিয়ে দ্রুত বেড়িয়ে আসুন -এস এম পলাস।

ভিন্ন মত
-এস এম পলাস।
তোমাদের কাছে যা শ্রেষ্ঠ
আমার কাছে সেটা অতি নিকৃষ্ট,
নিকৃষ্ট কিছু নিয়ে ভাবার সময় আমার নেই।
জীবন সময় চিন্তা চেতনা মূল্যবোধ অনেক দামী,
এজন্য এগুলো দামী কাজেই ব্যায় করতে চাই।
ময়লা আবর্জনা নিয়ে টানাটানি বা ডোবার জলে লুকোচুরি অথবা চায়ের কাপ নিয়ে কাড়াকাড়ি করে জীবনের মূল্যময় সময় ব্যায় করিনা।
টাকি মাছ ধরার জন্য সারা গায়ে কাদা না মেখে, তার চেয়ে লবন ভাত খাওয়া উত্তম।
আর গায়ে যদি ময়লা লাগাতেই হয়, সেটা সাগরের জলে লাগাব।
মাকড়সার জালে লুঙ্গি পেচিয়ে, তা ছাড়াতে অনেকেই জীবন পাড় করে দেয়। আমার মতে মাকড়সার জালে যদি লুঙ্গি পেচিয়ে যায়, তবে লুঙ্গি খুলে দিয়ে সেখান থেকে যত তারাতাড়ি সম্ভব বেড়িয়ে পরা ভালো।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ