
কালোজিরা বা এর তেল স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী তা নিশ্চয়ই জানেন? সঙ্গে মধুর গুণাবলিও কারো কাছে অজানা নয়। তবে এই দুটি উপাদান একসঙ্গে খেলে কী বিস্ময়কর উপকারিতা পাওয়া যায় তা অনেকের কাছেই অজানা।
প্রচুর পুষ্টিগুণে পরিপূর্ণ কালোজিরা তেল ও মধু একসঙ্গে মিশিয়ে খেলে অনেক কঠিন রোগ সহজেই সেরে যায়। চলুন তবে জেনে নেয়া যাক কালোজিরা তেল ও মধু একসঙ্গে খেলে যেসব বিস্ময়কর উপকারিতা মিলবে সেগুলো সম্পর্কে-
মাথাব্যথা নিরাময়ে
আধা চা চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে লাগান। সেই সঙ্গে এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে তিনবার করে ২ থেকে ৩ সপ্তাহ সেবন করলে মাথাব্যথা সেরে যাবে।
সর্দি সারাতে
এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সঙ্গে মিশিয়ে দৈনিক তিনবার খেতে হবে। তাছাড়া মাথায় ও ঘাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত কালোজিরা তেল মালিশ করতে হবে। এছাড়া এক চা চামচ কালোজিরার সঙ্গে তিন চা চামচ মধু ও দুই চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি-কাশি দূর হয়।
বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতে
আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরা তেল মালিশ করতে হবে। এক চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সমপরিমাণ কালোজিরার তেল ও মধু মিশিয়ে খান। এছাড়া এককাপ রং চায়ের সঙ্গে দৈনিক তিনবার করে ২ থেকে ৩ সপ্তাহ সেব্ন করলে চর্মরোগ দূর হয়ে যায়।
ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে
প্রতিদিন সকালে দুই কোয়া রসুন চিবিয়ে খান। সমস্ত শরীরে কালোজিরার তেল মালিশ করে সূর্যেরতাপে কমপক্ষে আধাঘন্টা অবস্থান করুন। এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন সেব্ন করলে তা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ রাখে।
দুগ্ধবতী মায়েদের দুধ বৃদ্ধির জন্য
যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই, তাদের মহৌষধ কালোজিরা। মায়েরা প্রতি রাতে শোয়ার আগে ৫ থেকে ১০ গ্রাম কালোজিরা মিহি করে দুধের সঙ্গে খেলে মাত্র ১০ থেকে ১৫ দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে। এছাড়াও এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দৈনিক তিনবার করে নিয়মিত সেবন করুন।
ত্বকের আর্দ্রতার জন্য
শীতকালে ত্বকের আর্দ্রতার জন্য বডি লোশনের পরিবর্তে শুধু কালোজিরার তেল অথবা জাইতুন (অলিভ ওয়েল) তেলের সঙ্গে কালোজিরার তেল মিশিয়ে সারা শরীরে মালিস করুন। এটি শিশুর ত্বককে রাখবে আর্দ্র ও লাবণ্যময় এবং চর্মরোগের ঝুঁকি কমাবে। বিশেষভাবে শিশুর ত্বকের জন্য এই পদ্ধতিটি সারা বছর ব্যবহার করতে পারেন।
গ্যাস্ট্রিক বা আমাশয় নিরাময়ে
এক চা চামচ তেল সমপরিমাণ মধু সহ দিনে তিনবার করে ২ থেকে ৩ সপ্তাহ সেবন করুন। গ্যাস্ট্রিক বা আমাশয় কমে যাবে।
তবে আপনার মধু এবং কালোজিরা তেল অবশ্যই খাঁটি হতে হবে।
কোথায় পাবেন শতভাগ খাঁটি নির্ভেজাল পণ্য।
রূপসী অর্গানিক ফুড প্রোডাক্টস
সদর রোড, বাকেরগঞ্জ।
হটলাইন 01726050508
বাকেরগঞ্জে ও বরিশালে হোম ডেলিভারি দেয়া হয়।
ফেরত গ্যারান্টি
সরিষার তেলের নামে কি খাচ্ছেন ? পাম অয়েলের সাথে বিষাক্ত রং আর ফ্লেবার। যা আপনি এবং আপনার পরিবারকে মৃত্যু ঝুঁকিতে ফেলেছে।এখন থেকে প্রাকৃতিক খাবার গ্রহন করুন, আপনার দাদা, দাদী, নানা, নানীর মতো দীর্ঘজিবী হোন এবং সুস্থ থাকুন।
আগেকার মানুষ দীর্ঘজিবী হওয়া এবং সুস্থ থাকার অন্যতম কারণ হলো তারা প্রাকৃতিক খাবার গ্রহণ করেছে। বর্তমানে আমরা নামীদামি ব্র্যান্ডের নামে রাসায়নিক কেমিক্যাল গ্রহন করছি, যা বর্তমান ও আগামী প্রজন্মের জন্য অত্যান্ত ঝুঁকির।
সামান্য দশ বিশ টাকা কমের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না। এখন বলবেন যে, খাটি পণ্য কোথায় পাব ? হা আমরা দিচ্ছি সেই নিশ্চয়তা। রূপসী অর্গানিক ফুড প্রেডাক্টস এর সকল পন্য নিরাপদ ও ভেজার মুক্ত। আমাদের কোনো পণ্য ভেজাল বা খারাপ হলে ফেরত নেয়া হবে, যা কোনো কোম্পানী আপনাকে দিবেনা।
আমাদের পণ্য
কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল
১।প্রাকৃতিক মিশ্র ফুলের মধু। খলিশা ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, সরিষা ফুলের মধু, গ্রাম্য চাকের মধু। ( ভেজাল হলে ফেরৎ)
২। পাহাড়ি মধু।
৩।পাবনার গাওয়া ঘি।
৪। কাঠের ঘানি ভাঙা প্রথম চাপের সরিষার তেল এবং মেশিন ভাংগা সরিষা তেল।
৫। প্রাকৃতিক ভেজাল মুক্ত খেজুর গুড়। ( সীমিত)
৬। অনন্য স্বাদের পাহাড়ি হলুদ গুড়া, (দেশের সেরা)
৪। দিনাজপুরের বাছাইকৃত মরিচ গুড়া। (দেশের সেরা)
৫। সকল প্রকার মসলা গুড়া ( বাজারের সেরা বাছাইকৃত)
৬। লাল আখের চিনি।
৭। গোল কিসমিস
৮। কাঠ বাদাম, কাজুবাদাম, পেস্তা বাদাম, চিনা বাদাম,
৯। সাদা গোল মরিচ, ইসবগুল, তোকমা, মৌরি, সাদা
তিল, সাবুদানা, তাল মিশ্রি, পাচফোড়ং, মেথি, কালোজিরা।
১০। হিমালয় পিংক সল্ট।
১১।অর্গানিক গ্রীন টি।
১২। চালের গুড়া
১৩। হাতে ভাজা মুড়ি (রাসায়নিক সার মুক্ত)
১৪। গরুর শতভাগ খাঁটি দুধ
১৫। মিক্সড ফুড
১৫। তুলসীপাতা গুড়া।
১৬। পুদিনা পাতা গুড়া।
১৭। আলু গুড়া।
১৮। আদা গুঁড়া
১৯। দারুচিনি গুড়া।
২০। নাড়িকেল তেল ( প্রাকৃতিক)
২১। কালোজিরা তেল
২২। গোলাপ ফুলের পাপড়ি গুড়া।
২৩। আমলকী গুড়া।
২৪। হরতকি গুড়া।
২৫। বহেরা গুড়া
২৬। মেহেদী পাতা গুড়া।
২৭।এ্যলভেরা গুড়া
ইত্যাদি
(বিঃ দ্রঃ আমাদের কোনো পন্যের মান খারাপ বা ভেজাল হলে ফেরৎ নেয়া হবে।)
নিরাপদ খাবার খান, সুস্থ থাকুন।
রূপসী অর্গানিক ফুড প্রোডাক্টস
সদর রোড বাকেরগঞ্জ
📞বাকেরগঞ্জে হোম ডেলিভারি দেওয়া হয়। ফোন নাম্বার–01726 050508
https://www.facebook.com/subornoebazar/