
বাকেরগঞ্জ বিএমএসএফ এর আয়োজনে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী।
রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাকেরগঞ্জে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে অতপর পুনরায় শাখার অফিসে এসে আনন্দ র্যালী সমাপ্ত হয়।
বিএমএসএফ এর ১৪ দফা দাবী অনুযায়ী ১ম দফা সরকারি ভাবে সারাদেশে সাংবাদিক নিবন্ধন কাযক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলার বিএমএসএফ এর সভাপতি পলাশ হাওলাদর, সাধারন সম্পাদক রিয়াজ শরীফ, সাংগঠনিক সম্পাদক মোহসীন মোল্লা ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি, জিয়াউল হক আকন, –বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আল আমিন মিরাজ ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা, এ সময়ে আরো উপস্থিত থাকেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অরুন দাস , সাংবাদিক আলীম খান, পবিত্র চক্রবর্তী, শামিম হাওলাদার, সোহেল রানা, সাংবাদিক কামাল হোসেন ও সাংবাদিক জহিরুল হক আকন, সাংবাদিক আসাদুজ্জামান রাকিব, সাংবাদিক বেল্লাল হোসেন রিয়াজ, ও অন্যান্য সাংবাদিকবৃন্দ ।