
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে ফেসবুকে গুজব।
এস এম পলাস।।
বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহা সড়কে আজ সকালে বাউফল থেকে ছেড়আসা বরিশালগামী ধানসিঁড়ি পরিবহন বাকেরগঞ্জের ভরপাশায় মুনির বাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, ঘটনা স্থল থেকে গুরতর আহত অবস্থায় ৩ জনকে তাদের গাড়িতে বরিশাল শের-ইবাংলা মেডিক্যালে পাঠানো হয়েছ। এছাড়াও কমপক্ষে আরো ৩০ জন আহত হয়েছে, তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন রূপসী টিভিকে জানায় এখন পর্যন্ত রন কবিরাজ নামে একজন মারা গেছে।
অপর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পরছে, যা গুজব বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
সরেজমিনে ৯ জন নিহত হওয়ার সত্যতা পাওয়া যায়নি।
সাংবাদিক নামধারী কিছু লোক ফেসবুকে ভুল তথ্য প্রকাশ করায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে।
গুজবে কেউকে কান না দেয়ার পরামর্শ। এবং বিশ্বস্ত কেন মাধ্যম ছাড়া সংবাদ প্রচার করা থেকে সকলে বিরত থাকুন।