
রামপালে ৮ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ফয়লাহাট ক্রীড়া চক্রের উদ্যোগে ৮ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খানপুর স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করেছে মিজান স্পোর্টিং ক্লাব খুলনা । এর আগে শনিবার সকাল এগারটায় ফয়লা হাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ২ নং উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সী বোরহানউদ্দিন জেড । এ সময় ফয়লাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা গাজী রাশেদুল ইসলাম ডালিম এবং স্থানীয় ক্রিড়ামোদী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী খেলায় হাওলাদার শহিদুল ইসলাম লালনের পরিচালনায় টসে জিতে মিজান স্পোর্টিং ক্লাব খুলনা ফিল্ডিংএর সিদ্ধান্ত নেয় । খানপুর স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভার ২ বলে ৭৩ রান করে । জবাবে মিজান স্পোর্টিং ক্লাব খুলনা ১২ ওভার ৪ বলে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ।
অনেকদিন পরে নতুন বছরের শুরুতে ই ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা ফেরায় উচ্চসিত সাধারণ দর্শক, সেইসাথে আয়োজক কমিটিও খুবই আনন্দিত । আগামী ৩, ৫ ও ৭ জানুয়ারী একই মাঠে প্রথম পর্বের অন্যান্য খেলা অনুষ্ঠিত হবে ।