বাগেরহাটের রামপালে র্যাবের অভিযানে ৭৫৫ পিচ ই-য়া-বা-সহ মাদ-ক ব্যাবসায়ী আটক

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপাল থেকে ৭৫৫ পিচ ইয়াবাসহ এক মাদকব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৷ গ্রেফতারকৃত ওই ব্যাক্তির নাম শেখ ওহিদুল ইসলাম শেখ ওহিদ(৪০) ৷ সে রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র ৷ র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে র্যাব-৬ এর (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল কুমলাই গ্রামস্থ ওহিদের নারকেল ছোবার মিলের সামনে অভিযান পরিচালনা করে ৷ এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে র্যাব আটক করে ৷ এ সময় তাকে তল্লাসী করে ৭৫৫ পিস ইয়াবা ও ০২ টি সীমকার্ড সহ ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় ৷ পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আসামীকে রামপাল থানায় হস্তান্তর করেছে ৷
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ