ঝালকাঠিতে লঞ্চে অগ্নিদগ্ধদের পাশে আবুল হাসনাত আবদুল্লাহ, সুচিকিৎসার নির্দেশ

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডে গুরুতর আহতদের দেখতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয় আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি আজ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নি দগ্ধদের দেখতে যান।
এসময় অগ্নিদগ্ধ রোগীদের সার্বিক অবস্থা দেখে তিনি জরুরী বৈঠকের মাধ্যমে তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্য সচিব মোঃ লোকমান হোসেন, বরিশাল জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ