
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিজয় দিবস গোল্ডকাপ ব্যাডমিন্টন এর ফাইনাল খেলাও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর- ২০২১ খ্রিঃ পুলিশ লাইন রিজার্ভ অফিস সংলগ্ন ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গনে জনাব গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), পুলিশ সুপার, মাদারীপুর এর সভাপতিত্বে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বিজয় দিবস গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক, মাদারীপুর, মোঃ মামুনুর রশিদ, সুযোগ্য চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদারীপুর, এ্যাড. ওয়াবাইদুর রহমান খান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মাদারীপুর সদর, আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আরো উপস্থিত ছিলেন চাইলাউ মারমা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব আনিসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল), মাদারীপুর এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।