কলাপাড়ায় ঋন খেলাপীর দায়ে ১চেয়ারম্যান সহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল।।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঋন খেলাপীর দায়ে ১ চেয়ারম্যান সহ ৬ প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার মনোনয়ন ফরম বাছাই শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা হলেন চাকামইয়া ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: মকবুল হোসেন হাওলাদার, টিয়াখালী ইউনিয়নে সংরক্ষিত ৩ আসনের নারী প্রার্থী জায়েদা বেগম, চাকামইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো: জামাল হোসেন, নীলগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুর রউফ ফকির, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আ: মালেক শরীফ এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো: ছালাম হাওলাদার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ আজকের পত্রিকাকে জানান, ঋন খেলাপীর দায়ে এদের প্রার্থীতা বাতিল ঘোষনা করা হয়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে এরা কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ