
মোঃবাদল মিয়াঃ নরসিংদীর বেলাবতে,উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় বেলাব উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযুদ্ধা মনিরুজ্জামান খানের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ মাহমুদ মিরাজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বেলাব সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, সল্লাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ রনি, বেলাব উপজেলা আওয়ামীলীগের সদস্য সালাহ উদ্দিন মাষ্টার আলেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাহল কুদ্দুস, বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সাবেক কমান্ডার মোহাম্মদ আলী শাফি, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিঞা মোঃ হেলিম, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সহ সভাপতি স্বপন মাহমুদসহ বেলাব উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সদ্য সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযুদ্ধা মনিরুজ্জামান খান বলেন, জাতির স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মতো অনুসরণ করেছেন। প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে এবং এই আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন দিনে রাতে। দল আমাকে দায়ীত্ব দিয়েছেন, মাননীয় শিল্প মন্ত্রীর হাত কে শক্তি শালী করা এবং দল কে সু সংগঠিত করাই আমার মূল লক্ষ্য। তিনি সকল ভেদাভেদ ভুলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।