মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বাকেরগঞ্জ(বরিশাল) সংবাদদাতা//
বরিশালের বাকেরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বরিশালের সার্বিক ব্যবস্থাপনায় ৬২ ই বেংগলের আয়োজনে প্রায় ৬০০ দুঃস্থ পরিবারের মাঝে চাল,ডাল তৈল,চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ নভেম্বর, ২০২১ বুধবার বেলা ১১ টায় বাকেরগঞ্জ পৌরসভার হ্যালিপোর্ট মাঠে শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।
দুস্থদের মাঝে ত্রান বিতরণ করেন ৬ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৪১ বীর এর অধিনায়ক লেঃ কর্নেল ইফতেখারুল আলম বেগ,পিএসসি,ও ৬২ ইষ্ট বেংগলের অফিসার কমান্ডিং মেজর তানভীর রশিদ খান এবং লেঃ তাজউদ্দিন আহমেদ রৌদ্র সহ ৬২ ইষ্ট বেংগল ও ৭ পদাতিক ডিভিশনের সকল সদস্যবৃন্দ
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ