বাগেরহাটের রামপালে রাজনগর ইউপি’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোঃআব্দুল্লাহ শেখ রামপাল বাগেরহাট প্রতিনিধি: রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার বিকাল ৪টায় ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে দেয়ালবাড়ির মাঠে পথসভার আয়োজন করা হয় ৷ রাজনগর ইউপির ৩নংওয়ার্ড সভাপতি কৃষ্ণ কুমার ঘোষ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগ সদস্য ও রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ ৷ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোতাহার হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, উজলকুড় ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন জেড, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়া মিলি,আলহাজ্ব জামিল হাসান জামু, যুবলীগ সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোসাঃ সুলতানা পারভীন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷ উল্লেখ্য রাজনগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সরদার আঃ হান্নান ডাব্লুর অকালমৃত্যুর কারনে এই ইউনিয়নে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল ৷ পরে এই ইউনিয়নে প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী কে মনোনয়ন দেয় আওয়ামীলীগ ৷
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ