
স্টাফ রির্পোটার ঃ নরসিংদীর বেলাবতে প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। মঙলবার (২৬ অক্টোবর ২১) বেলাব উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন। ওকাপের ডিস্ট্রিক্ট ম্যানেজার রত্না সরকার এবং পিও-সেইফ মাইগ্রেশন মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অথিতি হিসাবে ছিলেন,শাহিনুর আক্তার, সহকারী কমিশনার ভূমি বেলাব। বীর মুক্তিযোদ্ধা মনিউরজ্জামান খান,বেলাব সরকারি পাইলট ইস্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবির কুমার ঘোষ। বেলাব উপজেলার বিভিন্ন ধপ্তরের কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধায়নে ছিলেন বেলাব উপজেলার সুপারভাইজার ফাতেমা-তুজ-জোহরা এবং সহযোগিতায় ছিলেন কমিউনিটি মবিলাইজার বিপুল রায়হান ও সালমা আক্তার