বগুড়া ধুনটে হ্যান্ডমাইক নিয়ে রাস্তায় নেমে এলেন মেয়র নিজেই

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট (বগুড়া) প্রতিনিধি//
বগুড়া জেলার ধুনট পৌরসভার মাঝ বরাবর গুরুত্বপূর্ণ রাস্তা একটাই। যে রাস্তার দুপাশে রয়েছে যত প্রতিষ্ঠান। কাঁচাবাজার, হাসপাতাল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট। একমাত্র এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে বাস, ট্রাক, অটোভ্যান, রিকশা, ভুটভুটি, সাইকেল, মোটরসাইকেল ইত্যাদি। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখন এতই ব্যাস্ততম রাস্তায় পরিনত হয়েছে যে হুকুমআলী বাসস্ট্যান্ড থেকে জিরো পয়েন্টে আসতে পাঁচ মিনিটের পরিবর্তে লাগে ত্রিশ মিনিট থেকে একঘন্টা। একে-ত রাস্তার সংষ্কার কাজ ঢিমেতালে, তার উপর রাস্তায় কাচাবাজারের একাংশ বসে রাস্তার উপর। রাস্তার দুপাশের প্রতিষ্ঠানগুলো তাদের মালামাল রেখে রাস্তা অনেকখানি তাদের দখলে নিয়ে নিয়েছেন। সবধরনের যানবাহন, মানুষ যেভাবে বেড়েছে, সে-তুলনায় রাস্তার পরিধি তেমন বাড়েনি। এমতাবস্থায় অফিস আদালত, স্কুল কলেজ গামী সকলের ভোগান্তি চরমে পৌঁছে গেছে। অপরিকল্পিত নগরায়ন, যানবাহন দাড়ানোর নির্দিষ্ট জায়গা না থাকায় এ পরিস্থিতির শিকার সকলেই। সচেতনতার অভাব পরিলক্ষিত হওয়ায় অবশেষে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা হাতে হ্যান্ডমাইক নিয়ে নিজেই স্ব শরীরে আসলেন রাস্তায়, সকলের উদ্দেশ্য তাদের করনীয় সম্পর্কে বললেন। যানজট নিরসনে রাস্তা দখল মুক্ত রাখতে অনুরোধ করলেন, সেইসাথে রাস্তার কোথাও কোন প্রকার যানবাহন না দাঁড়ানোর আদেশ দিলেন।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ