
নিজস্ব প্রতিবেদক :খান মেহেদী বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তানিন সুবাহ। এরপর জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু করেন। লক্ষ্য ছিল সিনেমা। ‘অবাস্তব ভালোবাসা’ নামে একটি সিনেমা দিয়ে লক্ষ্য পূরণও করেন। কিন্তু সেই সিনেমাটি মুক্তি পায়নি। কিন্তু হাল ছাড়েননি তানিন। ‘মাটির পরী’ নামে অন্য আরেকটি সিনেমা দিয়ে বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ভালো থেকো’। কাজ করছেন ‘প্রেমের বাঁধন’, ‘বীর মাতা’সহ আরও কয়েকটি সিনেমায়। তবে বর্তমানে নাটক নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। গত সপ্তাহে একসঙ্গে চারটি খণ্ডনাটকের কাজ শেষ করেছেন। এগুলোর শুটিং হয়েছে রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেটের বিভিন্ন লোকেশনে। আজ থেকে শুটিং করছেন হুমায়ুন কাবেরী পরিচালিত ‘ঘর শ্বশুর’ নামে একটি ধারাবাহিক নাটকে। অভিনয় নিয়ে ব্যস্ততা প্রসঙ্গে তানিন সুবাহ বলেন, ‘কোভিডের কারণে কয়েকটি সিনেমার শুটিং আটকে আছে। তবে অভিনয় যেহেতু আমার পেশা, তাই বসে থাকাটা ঠিক মনে করিনি। এ কারণে নাটকে অভিনয় শুরু করেছি। তবে সিনেমার প্ল্যানও চলছে। শিগ্গির বন্ধ থাকা সিনেমাগুলোর শুটিং শুরু হবে বলে জানতে পেরেছি। এ ছাড়া যে নাটকগুলোতে সম্প্রতি কাজ করেছি সেগুলোর গল্প দারুণ। বৈশাখী টিভিতে নাটকগুলো প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। আশা করছি এগুলো দর্শকরা পছন্দ করবেন।