বাকেরগঞ্জে আবেগঘন বিদায় বেলায় অশ্রুসিক্ত ওসি এল এসডি মোশারফ হোসেন

বাকেরগঞ্জ প্রতিনিধি // চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মি ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ওসি এল এসডি মো: মোশারেফ হোসেন। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড এল এফজিতে আয়োজিত ওসি এল এসডির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। ওসি এল এসডির এ বিদায় সংবার্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য রঙ্গশ্রী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মো: মজিবুর রহমান মোল্লা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান শামীম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: বশির, বাকেরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভিন, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি বরিশাল বিভাগ এর সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, খাদ্য পরিদর্শক সমিতির মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো: মেজবা কবির রুবেল, এইচ এম রেজাউল করিম ভারপ্রাপ্ত কর্মকর্তা গলাচিপা, নব যোগদানকৃত বাকেরগঞ্জ খাদ্যগুদাম কলসকাঠীর ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল ইসলাম, রাসেল হাওলাদার ভারপ্রাপ্ত কর্মকর্তা দশমিনা ও বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি বরিশাল বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ। বিদায়কালে ওসি এল এসডি মো: মোশারেফ হোসেন বলেন, সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। যাদেরকে কোনদিন ভুলে থাকা সম্ভব নয়। আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি বরিশাল বিভাগের নির্বাচিত ভিপি হয়ে দায়িত্ব নিয়ে কাজ করেছি। এই সংগঠন আমার কাছে সন্তানের মত যদি কেউ কখনো বিপদগ্রস্ত হয়েছে নিজের সন্তান মনে করে তার বিপদে ঝাপিয়ে পড়েছে। আমি সারা জীবন এই সংগঠনের পাশে থেকে আপনাদের মাঝে থাকবো। তারপরো নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। অতিথিদের বক্তব্য শেষে সহকর্মীরা বিভিন্ন উপহার দেন বিদায়ী ওসি এল এসডি মো: মোশারেফ হোসেনকে। তাদের বেশির ভাগের চোখেই ছিলো জল। অনুষ্ঠানস্থলে আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভিন। সহকারী উপ-খাদ্য পরিদর্শক জুয়েল মৃধা তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বাকেরগঞ্জ কলস কাঠি খাদ্যগুদামে যোগদান করেন মো: মোশারেফ হোসেন। বদলি জনিত কারণে পদোন্নতি পেয়েছেন। কিছুদিনে মধ্যে তিনি ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করবেন। কিন্তু তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পরেছে। দীর্ঘ প্রায় ৩ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। অনুষ্ঠানের শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দরা ফুল, সম্মাননা স্মারক দিয়ে বিদায় সংবর্ধনা জানান ওসি এল এসডি মো: মোশারেফ হোসেনকে।

এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ