কলাপাড়ায় ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ।।

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখা লীর কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি সহ ওয়াশ উদোক্তাদের ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি/আশা) নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের আওতায় কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ওয়াশ বিষয়ে টেকশই উন্নয়নের জন্য কাজ করছে।
প্রশিক্ষণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. নরুল হক সরদার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম, স্যানিটারী উদ্যোক্তা মো. মনির আহমেদ, স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তা ইসরাত জাহান পাপড়ি, গৃহ বর্জ্য সংগ্রহকারী উদ্যোক্তা মোছাঃ মুন্নি আক্তার, পানি ব্যবসায়ী মোঃ আবু জামাল। এছাড়াও সমাপনী বক্তব্য রাখেন, আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক মো.অহিদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. আ. কুদ্দুস সরকার।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ