
জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার লুন্তি গ্রামে সওদাগর বাড়িতে কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি টেলিকনফেন্স বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সেলিম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,প্রচার সম্পাদক জিকে আলমগীর,সদস্য আবুল খায়ের মজুমদার,আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সিকদার,নাছির উদ্দিন প্রধান,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলী আকবর সেঠ,সহ-সভাপতি ডা.এনামুল হক মিন্টু।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মেম্বার,বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুস সালাম তালুকদার,আওয়ামীলীগ নেতা আবু তাহের, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.নজরুল ইসলাম বাচ্ছু,কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠু,যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন প্রধান,ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন ,সাধারন সম্পাদক শুকর আলম মৃধা প্রমুখ। উক্ত বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনে দল মনোনীত যাকে নৌকা প্রতীক দিবে চেয়ারম্যান পদে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।
এসময় ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন। এসময় ওই ইউনিয়নের বিগত সময়ে প্রয়াত আওয়ামী লীগের নেতাকর্মী ও সুধীজনের মৃত্যুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।