
মো : সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুরের রাজৈর উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের কাবাডি প্রশিক্ষন ক্যাম্প ২০২১ উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার মোস্তফা রাসেলের সভাপতিত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান কালু, রাজৈর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামন, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশিদ মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্তি সাধারন সম্পাদক ত্রীনাথ দাস, প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ বাড়ৈ, উপজেলা প্রেসক্লাবে সদস্য সচিব সাহাদাত, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস প্রমুখ।