সেই তুমি ফিরে এলে -এস এম পলাস।

আমি সুদীর্ঘকাল অপেক্ষার যন্ত্রণায় ছিলাম
অপেক্ষা…অপেক্ষা…অপেক্ষা..!
কোন এক ফাগুন রাতে
তুমি এসে বলবে, আমি ফিরে এসেছি পলাশ..!
কত ফাগুনে ফুটেছি আর ঝড়ে পড়েছি,
আবার বসন্ত এসেছে চারিদিকে কত ফুল ফুটেছে।
দীর্ঘ অপেক্ষার সময় পেড়িয়ে অতপর তুমি এসে বললে, পলাশ সেই আমি আবার এসেছি ফিরে…
কিন্ত অপেক্ষা আর চলে যাওয়ার তীব্র বেদনায়
এবার আর পলাশ ফোটেনি
নিরবে মরেগেছে পলাশ নামের বৃক্ষটি..
এযে বড় অসময়, বড্ড অবেলা।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ