বগুড়া “আমারা ধুনটবাসী” এর উদ্যোগে ৫০০০ তাল বীজ রোপণ

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া থেকেঃ
ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ, ঐখানেতে বাস করে কানা বগীর ছাঁ। কবিতা মনে আসতে হৃদয়ের মানসপটে ভেসে ওঠে- সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। সুজলা সুফলা এই গ্রাম বাংলার একটি অবিচ্ছেদ্য অংশ তাল গাছ । আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই গাছটি কোথায় যেন হারিয়ে যেতে বসেছে। প্রাকৃতিক ও জীব বৈচিত্র্য রক্ষার মাধ্যমে নিরাপদ ও সবুজ ধুনট গড়ার লক্ষ্যে এবং বজ্রপাত ঠেকাতে “আমরা ধুনটবাসী” নামের একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন গত কয়েক বছর যাবত বগুড়া জেলার ধুনট উপজেলায় বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছরেও প্রায় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে গত ২৪ সেপ্টেম্বর ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের জিএমসি ডিগ্রি কলেজ হইতে শুরু করে সোবহান মোর পর্যন্ত বিভিন্ন গ্রাম ও পাড়ার প্রায় ৮ কিলোমিটার রাস্তার দুই পাশে প্রায় ৫০০০ পিছ তাল বীজ রোপণ করা হয়েছে।”আমরা ধুনটবাসী” সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আঁখিনূর জামান বকুল এর উপস্থিতিতে “আমরা ধুনটবাসী” সংগঠনের সমাজ ও পরিবেশ উন্নয়ন সম্পাদক প্রভাষক নাবিল ইসলাম এবং স্বেচ্ছায় রক্তদান সংগঠন “লাল ভালোবাসা” এর সাংগঠনিক সম্পাদক রুহুল আমীনের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও “বহালগাছা সুপার স্টার” ক্লাবের সভাপতি ইমতিয়ার পারভেজ সেতু এবং “বিষ্ণুপুর জাগরণ” ক্লাবের সভাপতি সুমন হাসানের নেতৃত্বে উভয় সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মথুরাপুর থেকে স্বেচ্ছাসেবী সামাউল ইসলাম ও তার দল এবং মেহেদী হাসান মুন্নার নেতৃত্বে নিশ্চিন্তপুর যুব সমাজ। তাল বীজ রোপন উৎসব কর্মসূচি শেষে “আমরা ধুনটবাসী” সংগঠনের অর্থ সম্পাদক রায়হান শেখ এর ব্যবস্থাপনায় দুপুরে সবাই একসাথে আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণ করেন। তাল বীজ রোপণ উৎসবে অংশগ্রহণ করে – সফলভাবে সম্পন্ন করায় “আমরা ধুনটবাসী” সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আঁখিনূর জামান বকুল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ