এবং নারী – এস এম পলাস

জগত সংসারে মানুষ জন্মগত ভাবে দুটি বস্তর প্রতি আকৃষ্ট, একটি নারী অন্যটি অর্থ। একথা যারা অস্বীকার করে তারা ভন্ড।
বাস্তবতা হচ্ছে আপনার জীবনে সবচেয়ে নারী দিয়েই আক্রান্ত হবেন বেশী, যা আপনার জীবনকে উত্তাল সাগরের মত দুমড়ে মুচড়ে দিবে। এই নারী আবার শান্তির ঠিকানা, তাহলো একমাত্র মা।
আর প্রেমিক ও স্ত্রী থেকে যে সুখটুকু পাবেন তার চেয়ে কয়েক গুণ আঘাত প্রবঞ্চনা বেশি পাবেন।
বিয়ের আগে আপনি সব বদলাতে পারবেন, কিন্ত বিয়ের পরে টিভির চ্যানেলটিও পাল্টাতে পারবেন না।
দিন শেষে যখন ক্লান্ত দেহটি নিয়ে ঘরে ফিরবেন তখন আপনার স্ত্রীর কাছে আপনার পরিশ্রান্ত ঘামানো মলিন মুখটার চেয়ে হাতের ব্যাগটাই মুল্যবান। কোথায় ছিলে, খেয়েছো কিনা এসব কথার তার জানার বিষয় নয় এর চেয়ে দেরিতে আসার কৈফিয়াতটাই জরুরি.?
সবচেয়ে বেশি আঘাত পাবেন তখন, আপনার যে গুণটা দেখে আপনাকে বিয়ে করেছিল সেটাই হয়ে উঠবে তার প্রধান শত্রু। তারপর তার জন্য যখন দেহটা পুড়ে তামাটে বর্ণ করে চেষ্টা করবেন তাকে সুখ দেবার, অথচ সেই আপনার দুর্বলতায় আঘাত করবে। “যার জন্য করি চুরি সেই বলে চোর”।
এবার প্রেমের বিষয় নারীর পরিবর্তনটা এমন হবে, যে এক সময় আপনাকে বলবে, ” দেখ আমাকে যদি তুমি প্রতি ঘন্টায় দশ বার ফোন না দাও তাহলে আমি আত্মহত্যা করব” আবার সেই একদিন তাকে ফোন দেয়ার অপরাধে থানায় মামলা করবে।
এজন্য গুনীজনরা বলেন সুজন দেখে কইরো পিরিত” সেই সুজন জগত সংসারে ক্ষুজে পাওয়ার নিশ্চয়তা নেই বলে আমি মনে করি।
পৃথিবীর সবচেয়ে মিথ্যা অভিনয়ের নাম “আমি তোমাকে ভালবাসি”।
আর বিয়ে আমার কাছে দাসত্ব ছাড়া কিছু নয়। এজন্য অনেক মনিষীরা জীবনে বিয়ে করেন নি।
সর্বশেষ জীবনের অংশীদার কেউকে না কারাই ভালো।
তবু মানুষ ঘর বাধে সুখের আশায়, সেই সুখ কজনার ভাগ্যে জোটে…?
(বিঃ দ্রঃ দুই একজনের ক্ষেত্রে ভিন্ন হতে পাড়ে)
হে নারী তুমি জন্ম দিয়েছো বলে শ্রদ্ধা তোমায়।
তুমি প্রেম দিয়েছো বলে ভালবাসা তোমায়।
আর জীবন ধ্বংস করেছ বলে ঘৃণা তোমায়।
-এস এম পলাস।

You, বায়েজিদ বাপ্পি সংবাদকর্মী, কবি এস এম পলাস and 173 others
17 Comments
Share
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ