
এস এম পলাশ।।
বরিশালের বাকেরগঞ্জের নদী বিচ্ছিন্ন দুর্গাপাশা ইউনিয়নের জননন্দিত সফল তরুন চেয়ারম্যান আবুল বাশার সিকদার তার নিজ এলাকায় জনপ্রিয়তার দূর্গ গড়েছেন।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি।
বিগত পাচ বছরে সকল চক্রান্তের জাল ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল সেবা গ্রামীন জনগোষ্ঠির কাছে পৌছে দিয়েছেন। অবহেলিত দূর্গাপাশা ইউনিয়নকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে কাজ করেছেন জীবনের সবকিছু দিয়ে।
এলাকার সাধারণ মানুষের কাছে আবুল বাশার হয়ে উঠেছেন বিশ্বস্ত ও জনপ্রিয়। এলাকাবাসী মনে করেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল বাশারের বিকল্প নেই, তাই তারা আবারও দূর্গাপাশার প্রতিনিধি হিসেবে তাকেই চান।
উপজেলার একাধীক আলীগ নেতা বলেন, বাশার নৌকার সম্মান রেখেছে এবং সে একজন আলীগের নিবেদিত নেতা।
আবুল বাশার সিকদার জানান, “মানুষ ভুল ত্রুটির বাইরে নয়, বিগত দিনে আমি চেষ্টা করেছি মানুষের সেবা করতে। দল ও এলাকায় জনগণ চাইলে আমি আবারও দূর্গাপাশার মানুষের সেবা করতে চাই। আমার কোন ভুল থাকলে শুধরে নেয়ার সুযোগ দিবেন, এবং আমাকে দোয়া করবেন”