
বাকেরগঞ্জ,বরিশালঃ
বাকেরগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সংগীত শিক্ষক সাইমুন হোসাইন এর গ্রন্থনা ও সম্পাদনায় সংগীত শিক্ষা বিষয়ক গ্রন্থ “সপ্তক” এর মোড়ক উন্মোচন হয়েছে শুক্রবার বাকেরগঞ্জ শিল্পকলা একাডেমিতে সকাল ১০ টায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ শিল্পকলা একাডেমির সদস্য সচিব সৈয়দ মোজাম্মেল হোসাইন, শিল্পকলা একাডেমির সদস্য অমল চন্দ্র দাস শিবু, বরুণ সাহা, বিপ্লব মিত্র প্রমূখ ।
এছাড়াও সাংবাদিক ও বিভিন্ন শিল্পী, ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই ছিলো উৎসব মুখর পরিবেশ।
বইয়ের লেখক সাইমুন হোসাইন জানান, তার এই বইটি সঙ্গীত শিক্ষার্থীদের শুদ্ধ সঙ্গীত শিক্ষায় অনেক গরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।