উদ্ভোদন এর আগেই বর্ণিল আলো ছড়িয়ে পরলো পায়রার তটে

এস এম পলাস।। বরিশাল পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের সীমান্ত লেবুখালীর পায়রা নদীতে নির্মাণাধীন পায়রসেতু কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে অলংকরণের কাজ। দৃষ্টিনন্দন এই সেতুটি পর্যটন এর কথা মাথায় রেখেই নির্মান করা হয়েছে। সেতুটি নির্মানের মধ্যে দিয়ে সমূদ্র সৈকত কুয়াকাটায় যেতে আর কোনো ফেরী বিলম্ব থাকবেনা।
গতকাল সন্ধ্যায় পরীক্ষামূলক এই সেতুর লাইট জ্বালানো হয়েছিল। মুহুর্তেই নদীর পটে ছড়িয়ে পরে এক হৃদয় ছোঁয়া বর্ণিল আবেশ, দর্শনার্থীরা ছবি তুলে তা ছড়িয়ে দেয় ফেসবুকে।
খুব শিগগিরই এই সেতু উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছে সূত্র।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ