
বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাকে গ্রেফতার করা হয়েছে। বরিশালে ইউএনও’র বাসভবনে হামলায় পুলিশের দায়ের করা মামলার ২ নম্বর আসামী শেখ সাঈদ আহমেদ মান্না। সে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ইউএনও বাসায় হামলার ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের মামলার আসামি শেখ সাইয়েদ আহম্মেদ মান্নাকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নার আসমা বেগম। তিনি বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। তিনি সাংবাদিকদেরকে শুক্রবার রাতে জানিয়েছেন, রাজধানীর মহম্মদপুর এলাকার বোনের বাসা থেকে মাইক্রোযোগে এসে সাদা পোষাকধারীরা মান্নাকে নিয়ে গেছে। তারা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন।
হামলার ঘটনায় বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকেও শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে হামলার ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।