রামপালে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

মোঃআব্দুল্লাহ শেখ রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত হয়েছে ৷ বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় উপজেলার ভরসাপুরের কাছে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ৷ নিহত হাফিজুর (৩০) ও জাহানারা (৫৫) পাইকগাছা ও কয়রা উপজেলার বাসিন্দা ৷ কাটাখালি হাইওয়ে থানা পুলিশের এসআই জয়ন্ত জানান, খুলনা থেকে মংলাগামী একটি বাসকে অপর দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয় ৷ এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন বাসযাত্রী গুরুতর আহত হয় ৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ৷ রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয় ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটকে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ ৷
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ