বরিশালে জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি

বরিশাল জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, তাঁর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র অফিসের কয়েকজন কর্মচারীর কাছে অর্থ দাবি করে। তাঁর কার্যালয়ে কয়েকজনের কাছে ফোন আসে। এ সময় ওই সরকারি মোবাইল নম্বরটি মনিটরে ভেসে ওঠে।
এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকা লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করে দিয়ে জেলা প্রশাসক বলেন, কারও কাছে এ রকম ফোন গেলে তাঁরা যেন আইনের আশ্রয় নেন।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ