
আরিফুল ইসলাম আরিফ// নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে তাল ৩টা আম ৩টা ও লিচু গাছ ৩টা গাছের চারা রোপন করা হয়েছে। আজ বুধবার সকাল ১২: ৩০ টায় কৈমারী ইউনিয়ন পরিষদের মাঠে চারা রোপনের মধ্য দিয়ে কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক বাবু আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ও দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগকে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান ।এ পর্যায়ে আম সহ বিভিন্ন গাছে চারা রোপন করা হবে।এ পর্যায়ক্রমে জলঢাকা উপজেলা কৈমারী ইউনিয়নে অন্যান্য এলাকায় আরও কয়েক হাজার চারা রোপন করবে বলেও জানান তারা। এসময় আরও উপস্থিত ছিলেন, ১১নং মডেল কৈমারী পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু, কৈমারী পরিষদের সচিব মানিক চন্দ্র রায়, উদ্যোগক্তা মোঃ মাসুদ পারভেজ ময়নুল ও গ্রাম পুলিশ ও নেতাকর্মী প্রত্যেকটি বেড়িবাঁধে বন বিভাগের মাধ্যমে তালের চারা রোপন করা হবে। পাশাপাশি বজ্রপাত থেকে কৃষকদের প্রাণ বাঁচাতে বিভিন্ন ক্ষেতের আইলেও তাল গাছের চারা লাগানো হবে।