
মাত্র ৪ হাজার ২ শত টাকায় আইফোন ১১ প্রো, এম আই ১১ প্রো মাত্র ৪হাজার টাকা, ভিভো এক্স ৮০ প্রো মাত্র ৪২ শত টাকা আর রেডমি নোট ৮ মাত্র ৩৫শত টাকা, শুধূ কি তা, এর প্রতিটির সাথে আছে একটি স্মাট ঘরি ফ্রি।
পন্য হাতে পেয়ে টাকা দিবেন, ডেলিবেরী চার্চ কুরিয়ারে মাত্র ১৫০ টাকা আর হোম ডেলীবারি নিতে হলে ৩ থেকে পাচশত টাকা আগে বিকাশ করে অর্ডার শিওর করতে হবে।
এমন সস্তায় স্মার্ট মোবাইল কেইবা না কিনে। ৭০- ৮০ হাজার টাকার ফোন যদি ৪ হাজার টাকায় পাওয়া যায় তবে এর চেয়ে সস্তা আর কি হতে পারে। ভাবছেন আপনি এ থেকে একটি মোবাইল কিনবেন ?
আরে এবার শুনুন প্রতারণার এই নতুল কৌশল। ফেসবুকে এরকম আকার্ষনীয় বিজ্ঞাপণ দিয়ে বেশ কয়েকদিন ধারে প্রতারণা করে আসছে একটি চক্র। এমন অনুসন্ধান মিলেছে রূপসী টিভিতে। এরা প্রথমে আপনার কাছ থেকে ২ থেকে ৫ শত টাকা অগ্রিম নিবে আর ওটাই তাদের লাভ। বুকিং দেয়ার পরে বলবে ভাই কাল পেয়ে যাবেন, এর পরে বলবে ভাই আজ পাঠাতে পারিনি তবে একদিন পরে পেয়ে যাবেন। এই সময়ের মধ্যে হয়ত আরো কয়েক শত মানুষ প্রতারণার শিকার হয়। এর পরে মোবাইল বন্ধ হয়ে যায়। ফেসবুকে তাদের পেইজ আর খুঁজ পাওয়া যায়না। এরকম প্রতারণার শিকার হয়েছে অসংখ্য মানুষ। তাদের বিজ্ঞাপণের কমেন্টস বক্সেই অনেকে লিখেছে, টাকা দিয়ে আর পণ্য পাইনি।
এরপরে আবার কিস্তিতেও বিক্রি করে তারা। ৮০ হাজার টাকার মোবাইলের মূল্য মাত্র ১০ হাজার টাকা। এখানে তাদের প্রথমে ২ হাজার টাকা অগ্রিম দিতে হয়। আর ঐ ২০০০ টাকা নিয়েই লাপাত্তা তারা।
এদের ফেজবুক পেইজে কোন ঠিকানা নেই, নেই কোন লাইক, তবে দারাজ শপিংয়ের মতো অনলাই শপের ওয়েব ঠিকানা ব্যবহার করছে কেউ কেউ।
একন কথা হলো এমন প্রতারণার অভিযোগ আইনি ঝামেলার কারণে আনেকেই পুলিশের কাছে বা আদালতে যায়না।
২- ৪ শত টাকা হারিয়ে তারা ঝামেলায় যেতে চায়না। অপরদিকে প্রতারক চক্র পার পেয়ে যাচ্ছে এমন অপরাধ করে। প্রশাসন এবিষয়ে ব্যবস্থা নিমে এমনটাই প্রত্যাশা ভুক্তোভুগিধের।
আর সকলকে এই রকম বিজ্ঞাপণ থেকে এরিয়ে চলার পরামর্শ রইলো।
এস এম পলাস রূপসী টিভি।