
গোবিন্দ দেব জগন্নাথপুর প্রতিনিধি টিকা দিন – সুস্থ থাকুন মাস্ক পড়ুন – জীবন বাচাঁন এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুণ উদ্যোগ নিয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে সচেতনতায় থিয়েটার জগন্নাথপুর ও ক্লিন জগন্নাথপুর এর উদ্যোগে জগন্নাথপুর পৌর এলাকার ও অলি গলিতে আজ ৮ আগষ্ট রবিবার সকাল থেকে তরুণরা সচেতনতার মুলক প্রচার প্রচারণা যাচ্ছেন। এই তরুণদেরকে করোনা মহামারীর পরিস্থিতি ভয়াবহ থেকে মানুষজনকে সচেতন করতে জগন্নাথপুর বাজারের তরুণ ব্যবসায়ী স্বত্বাধিকারী উজ্জ্বল গার্মেন্টসের প্রোপাইটার রাজন দাস।
সচেতনতায় থিয়েটার জগন্নাথপুর ও ক্লিন জগন্নাথপুর কে উৎসাহী করে পিপি ও মাক্স দিয়েছেন।। থিয়েটার জগন্নাথপুর ও ক্লিন জগন্নাথপুর প্রায় একশত তরুন মাঠে কাজ করছেন জগন্নাথপুর পৌর এলাকার অলি গলিতে ও পথচারীদের মাক্স বিতরন করেন।। এবং সবাই পিপি পড়ে সচেতন ওয়ার আহব্বান জানিয়ে মহরা দেন। বাজারে বাজারে।
এই তরুনদের নিয়ে কাজ করছেন তারা হলেন, ছাএলীগ নেতা আব্দুল মুকিত, মিটুন দেব, রনি মিয়া, রুদ্র আহমেদ। সহ সংগঠনে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর বাজারের তরুন ব্যবসায়ী স্বত্বাধিকারী উজ্জ্বল গার্মেন্টসের প্রোপাইটার রাজন দাস। বলেন দেশে করোনা মহামারীর পরিস্থিতি ভয়াবহ দেখে আমি তরুন যব সমাজকে নিয়ে সবাই সচেতন ওয়ার জন্য,কাজ করছি।গেছে বছর আমি পুলিশ বাহিনী, সাংবাদিক, প্রশাসনের লোকদের কে প্রতিটা অফিসে কর্মকর্তা কর্মচারী সহ সবাই কে পিপি দিয়েছি। জগন্নাথপুর থিয়েটারে সদস্য রনি বলেন আমাদের কে তরুন ব্যবসায়ী রাজন দাস দাদা পিপিও মাক্স দিয়ে সহযোগিতা করেছেন।এভাবে যদি সবাই এগিয়ে আসি করোনা পরিস্থিতি ভয়াবহ থেকে মুক্তি পাব।।।