কচুয়ায় লকডাউন অমান্য করায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি।
এসময় উপজেলার কচুয়া পৌর বাজার, পালাখাল, সাচার, মাঝিগাছা,উত্তর পালাখাল বাজারে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১০ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার ১শত টাকা জরিমানা করা হয়। এছাড়া অযথা বাজারে ঘুরাফেরা করায় বেশ কিছু লোকজনকে বাড়িতে পাঠান প্রশাসনের সদস্যবৃন্দ।
এসময় কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.জাকির হোসেন বাটা,সেনাবাহিনী ও পলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ