বাকেরগঞ্জে আলোচিত সেই গরু হারানো কৃষককে আর্থিক সহয়তা করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক।।
বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের সেই হতদরিদ্র বর্গাচাষি বাবুল হাওলাদারকে আর্থিক সহায়তা করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মানবিক পুলিশ অফিসার এস এম আক্তারুজ্জামান। বৃহস্পতিবার (১৫) জুলাই ডিআইজি আক্তারুজ্জামানের পাঠনো নগদ অর্থ বর্গাচাষি বাবুল হাওলাদারের হাতে পৌঁছে দেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আলাউদ্দিন মিলন।
উল্লেখ্য গত কয়েকদিন আগে বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বর্গাচাষি বাবুল হাওলাদারের একটি গরু চুরি হয়। ঘটনাটি সূবর্ণ টিভি ও রূপসী টিভির মাধ্যমে দেশ বিদেশের প্রায় ১৫ লাখ লোকের কাছে ছড়িয়ে পরলে ঘটনার সাথে জড়িতদের আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পরে আদালতে হাজির করলে আসামিদের কারাগারে প্রেরণ করে আদালত।
এবিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন বলেন, হতদরিদ্র বাবুল হাওলাদারের বিষয়ে জানতে পেরে আমাদের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান স্যার তাকে আর্থিক সহযোগীতা করেন।
এতে প্রচন্ড খুশি হয়েছে নিঃশ্ব চাষী এবং এলাকাবাসী। এস এম আক্তারুজ্জামান বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সাহায্য করে আসছেন।
এ জাতীয় আরো খবর
আমাদের ফেইসবুক পেইজ