
বাকেরগঞ্জ প্রতিবেদক।।
বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদার এর পালিত ষাড় বলদ রাতের আধারে বাড়ি থেকে চুরি করে ন্যায় স্থানীয় শাহিন কসাই ও শাহিন খান , উল্লেখ্য গত কয়েকদিন আগে ওই দুই কসাই বাবুল হাওলাদার এর গরুটি ক্রয় করার জন্য তার বাড়িতে যান এবং তার কাছে দাম জিজ্ঞাসা করেন, তিনি গরুটির দাম 80 হাজার টাকা তাদের কাছে বললে তারা ওই দামে ক্রয় করতে রাজি হয়নি বরং 70 হাজার টাকা দাম বলে চলে যান, বর্গা পালিত মালিক বাবুল হাওলাদার, গরুর প্রকৃত মালিক জাফর খান কে 70 হাজার টাকার দামের বিষয়ে জানানো হয়, পরদিন রাতে গোয়াল ঘর থেকে গরুটিকে ওই দুই কসাই চুরি করে নিয়ে স্থানীয় মিরেরহাট বাজার সংলগ্ন রাস্তার পাশে নিয়ে গরুটিকে রাত দুইটার দিকে জবাই করে, ভাগ যোগ করে নিয়ে যায় এরপরে বাবুল হাওলাদার কোন উপায় না পেয়ে গরুটিকে খোঁজাখুঁজি করে পরদিন পার্শ্ববর্তী খালে গরুর মাথার চামড়া ভুড়ি সহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে শশী ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে ,এবং মোবাইল টেকিং এর মাধ্যমে ওই দুই কসাইকে গ্রেপ্তার করে শশি ফাঁড়িত নেওয়া হলে ,পরবর্তীতে তাদেরকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
দিনমজুর বাবুল হাওলাদার সাংবাদিকদের জানান আমি খেটে খাওয়া মানুষ মামলা করে কি করব তাদের সাথে আমি শক্তিতে পারবোনা বাবুল ভয়ে আতঙ্কে রয়েছে ,গরুর বিষয়ে কথা বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে , বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হাওলাদার সাংবাদিকদের জানান যারা এই গরু চুরির সাথে জড়িত সে যে দলেরই হোক না কেন তার বিচার হওয়া উচিত কারণ রাতের আধারে একটি গরু চুরি করে নিয়ে জবাই করা জঘন্য অপরাধ আমি এ ব্যাপারে কোনো ছাড় দিব না এবং কারো পক্ষে সুপারিশও করবো না, গরু চুরি করে নিয়ে জবাই করার বিষয় এলাকায় জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে বর্তমানে এলাকার জনসাধারণের মধ্যে 1 নং ওয়ার্ডে চাপা ক্ষোভ বিরাজ করছে।