
ছবিতে কংকালসার বাবুল হাওলাদারকে দেখুন, দারিদ্রতার মাত্র বুঝতে তার বসতঘর, রান্নার যায়গা, গোয়ালঘর দেখুন, সর্বশেষ তার ভাগ্যের কফিনে শেষ পেরেক ভাসমান গরুর ভূড়ির চিত্র দেখুন।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের হতদরিদ্র বাবুল হাওলাদার বর্গা ভিত্তিতে অন্যের কেনা একটা বাছুর ২-৩ বছর লালনপালন করে এবারের কোরবানির হাটে সর্বশেষ ৬৫০০০ টাকা পর্যন্ত দাম উঠে, আরো কিছু বেশী দামের আশায় গরুটি ফেরত নিয়ে গোয়ালে বেধে যথারিতি ঘুমে ঠলে পরেন, সকালে গরুটিকে কোথাও না পেয়ে এলাকাবাসীর সহায়তায় খালে ভাসমান গরুর ভূড়ি ও মিয়ারহাট নদীর পাড়ে জবাই করার আলামতে তাজা রক্ত মিলে, একাবাসীর ধারনা নেশাগ্রস্ত কোনো দুস্কৃতিকারীর দল এমন নির্মম কাজ করে থাকতে পারে,
শরসী তদন্ত কেন্দ্রের দুজন পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমন একজন হতদরিদ্রের প্রতি এমন অত্যাচারের বিচার কে করবে সেটাই এখন প্রশ্ন?
বাবুল হাওলাদার না জানে মামলার প্যাচ, না আছে থানা পুলিশ করার মত অর্থকড়ি, কে আছে তার পাশে দাঁড়ানোর??
বিচারের বাণী নিভৃতে কাঁদে, জাহেলিয়াত যুগেও এমন নির্মমতা ছিলো কিনা জানা নাই, যথাযথ কতৃপক্ষের সঠিক বিচার দাবী করেছে এলাকাবাসী।