
ধীর-স্থির আর শান্ত প্রকৃতির। কাজল-কালো বরণ। ডাগর ডাগর চোখ। সহজে সবার মন কাড়ে। কাড়ি কাড়ি টাকায় কিনে নিতে চায় সবাই।কোরবানির ঈদকে সামনে রেখে শরীয়তপুরে সবার দৃষ্টি কেড়েছে ১২০০ কেজি ওজনের বিশালাকৃতির দৃষ্টিনন্দন ষাঁড় ভাগ্যরাজ।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন পৈলন মোল্লার কান্দি গ্রামে কৃষক কালাম মাদবরের খামারে প্রাকৃতিক খাবার আর যত্নে বেড়ে উঠছে ভাগ্যরাজ’। সেখানেই রাজার হালেও দিন কাটছে তার। আড়াই বছর বয়সী শান্ত প্রকৃতির ভাটির ভাগ্যরাজের দাম হাঁকা হচ্ছে ১৮ লাখ টাকা।
মোঃ কালাম মাদবর জানান, ৫ ফুট ৮ ইঞ্চির উচ্চতার ভাটির রাজার বুকের বেড় ৯ ফুট ৮ ইঞ্চি। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে দৈনিক ১৮-২০ কেজি দানাদার খাবার ও সবুজ ঘাস ছাড়াও সময় করে অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হয়।
কোনো প্রকার মেডিসিন ব্যবহার ছাড়াই প্রাকৃতিকভাবে তাকে লালন করা হচ্ছে বলে জানালেন খামারটির মালিক। এখন প্রতিদিন দেড় থেকে দুই কেজি করে বেড়ে চলেছে ‘ভাগ্যরাজ’।
ভাগ্যরাজ ছাড়াও কালাম মাদবরের খামারে আছে আরও কয়েকটি পশু। ভাগ্যরাজ বিক্রির করতে দাম হাঁকা হচ্ছে ১৮ লাখ টাকা। তবে এটিকে বাজারে তোলা হবে না। খামার থেকেই ষাঁড়টিকে বিক্রি করতে চান কালাম মাদবর ।ভাগ্যরাজকে কিনতে আগ্রহী ক্রেতারা ০১৭৪০৭৪১৯৬৫ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।